বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রামগড়ে গাঁজসহ কারবারি গ্রেপ্তার 

খাগড়াছড়ি প্রতিনিধি

রামগড়ে গাঁজসহ কারবারি গ্রেপ্তার 

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। 

এই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন ১নং রামগড় ইউপির ৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারস্থ নুর উল্ল্যাহর পান দোকানের সামনে অভিযান পরিচালনা করে  মো. রফিকুল ইসলামকে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আসামি দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচামেরুং এলাকার মৃত ওমর আলীর ছেলে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেত আদালতে সোপর্দ করা হবে।

টিএইচ